শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পঞ্চগ্রাম ইউনিয়নের জয়হরি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কৃষক সিদ্দিক তার নাতিকে নিয়ে ওই মহাসড়কের পাশ দিয়ে হেঁটে আইড়খামার বাজারে দিকে যাচ্ছিলেন। পথে রংপুর থেকে কুড়িগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নানার মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তার নাতিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআরএস