ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে মানবতাবিরোধী মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
ঢামেকে মানবতাবিরোধী মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা: পটুয়াখালীর মানবতাবিরোধী অপরাধ মামলায় আজীবন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার প্যাদা (৭৬) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. জাকারিয়া জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় আজীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি সেলের বন্দি।

সকালে তার শারীরিক সমস্যা দেখা দিলে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।