শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার খালিদ মাহমুদ আরিফ ও পাথরঘাটা সদর থানার পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে ইউএনও হুমায়ুন কবির জানান, মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখা ও দোকানের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এলাকার তালুকদার মেডিক্যাল হলের মালিক গিয়াস তাদুকদারকে ১০ হাজার, মুজাহিদ মেডিক্যাল হলের মালিক মাওলানা বজলুর রহমাকে ১০ হাজার ও ইসলামিয়া মেডিক্যাল হলের মালিক মাওলানা আব্দুস সোবাহানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআরএস