ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পূজায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত রয়েছে: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
পূজায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত রয়েছে: আইজিপি পূজামণ্ডপে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ছবি: বাংলানিউজ

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এ সময় তিনি পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

আইজিপি বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শেষদিন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

‘আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রতিবছর আমাদের দেশে মণ্ডপের সংখ্যা বাড়ছে। এর মধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠছে। ’

পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এজেডএস/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।