শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালুপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আকাশ একই উপজেলার আটরশিয়া এলাকার মৃত আজম আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই বাজার এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আকাশকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআরএস