শনিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে শিশু দুটির মৃত্যু হয়।
নিহত দ্বীপ ঋষি ও দীপ্ত উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের ঋষিপাড়ার সুমন্ত ঋষিদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দ্বীপ ও দীপ্ত দুর্গাপূজায় হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে দাদার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির লোকজনের অজান্তে পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম সোপান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
টিএ