ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
আশুলিয়ায় প্রাইভেটকার-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাজমুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকার চালক।

রোববার (৬ অক্টোবর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাজমুল  আশুলিয়ার ‘আলফা ক্লোজিং লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) বলে জানা গেছে।

তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে প্রাইভেটকারে করে ওই মহাসড়ক হয়ে বাইপাইলের দিকে যাচ্ছিল তাজমুল। পথে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ঢাকাগামী একটি পানিবাহী পিকাআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজমুলের মৃত্যু হয় এবং প্রাইভেটকার চালক গুরুতর আহত হন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকাআপ ভ্যানটি জব্দ করলেও পলাতক রয়েছেন চালক।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।