ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক সাইফুরকে বরখাস্ত করে বৃহস্পতিবার (৩ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
গত ২ সেপ্টেম্বর দুদক নৌপরিবহন অধিদপ্তর থেকে মির্জা সাইফুরকে গ্রেফতার করে।
সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে জানায় নৌপরিবহন মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এমআইএইচ/আরআইএস/