আটক শাহীনুর বগুড়া সদর উপজেলার বাদুতলা এলাকার ফজলুর রহমানের ছেলে।
রোববার (৬ অক্টোবর) দুপুর ২টায় বগুড়া গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি টিম কাহালু উপজেলার সান্তাহার পোড়াপাড়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য মোটরসাইকেলের ছিটের নিচে রাখা দুই হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীনুরকে আটক করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
কেইউএ/এএটি