ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে বৃদ্ধা নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে বৃদ্ধা নিখোঁজ

নাটোর: নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে নিভা রানী সুত্রধর (৬৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বাঁশিলা ইসলাপাড়া গ্রাম সংলগ্ন বারনই নদীতে এ ঘটনা ঘটে। নিভা রানী সুত্রধর বাঁশিলা ইসলাপাড়া গ্রামের মৃত লক্ষণ সূত্রধরের স্ত্রী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিকুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে যান নিভা রানী সুত্রধর। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। এরপর স্থানীয় লোকজন, পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের একটি দল অনেক খোঁজাখুজি করেও বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান পায়নি।

পরে তাকে উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা রাজশাহী থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে স্থানীয়ভাবে উদ্ধার কার্যক্রম চলছে। ধারণা করা হচ্ছে, পানিতে তলিয়ে যাওয়ার পর স্রোতের টানে অন্যত্র ভেসে গেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।