ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্মীয় সম্প্রীতিতে বহির্বিশ্বের কাছে দৃষ্টান্ত বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
ধর্মীয় সম্প্রীতিতে বহির্বিশ্বের কাছে দৃষ্টান্ত বাংলাদেশ

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি দৃষ্টান্তমূলক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 

রোববার (৬ অক্টোবর) সকালে গোপালগঞ্জের সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সহযোগিতা ও আনন্দ ভাগাভাগির মধ্যদিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।

এটি বহির্বিশ্বের কাছে একটি চমৎকার দৃষ্টান্ত।  

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।  

পরে কেন্দ্রীয় কালীবাড়ীর অফিস কক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।  

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মো. রুহুল আমিন, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

পরে কোটালীপাড়ার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা দেন প্রতিমন্ত্রী।

এবছর গোপালগঞ্জে ১ হাজার ২০২টি মন্দিরে দুর্গাপূজা পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
কেডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।