রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যার পর কুড়িগ্রাম ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীসহ ডুবুরি দল নিখোঁজ কোনো যাত্রীকে উদ্ধার করতে পরেনি। তবে বিকেলের দিকে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার হয়েছে।
ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার হওয়া আব্দুল বাতেন (৪৫), আতাউর রহমান (৩৬), আব্দুল জলিল (২৮) বাংলানিউজকে বলেন, নৌকায় প্রায় ৩০ জন যাত্রী নদী পার হচ্ছিলো। আমাদের জানা মতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে জান্নাতুল আঁখি (১১) ও কবিরন (৭০) নামে দুই জনের কোনো খোঁজ নেই।
রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কর্মীরা চেষ্টা চালালেও নিখোঁজদের কোনো সন্ধান করতে পারেনি। নৌকাটি উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় কোনো মরদেহ বা জীবিত কাউকে উদ্ধার সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এফইএস/জেডএস