ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তেলবাহী ট্যাংক লরি ধাক্কায় শান্ত রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত নীলফামারী সদর উপজেলার বড়ইপাড়া এলাকার সুশীল রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত মোটরসাইকেলে দেবীগঞ্জ যাওয়ার সময় সোনাহার বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংক লরি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার সময় পথেই মারা যান শান্ত।  

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় নীলফামারী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।