রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাকরাইলে ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসে অভিযান শেষে তাকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন এই তিন যুবক বাধা দেওয়ার চেষ্টা ও হৈ চৈ করে।
সোমবার (৭ অক্টোবর) এই তিন যুবককে আদালতে নেওয়া হবে।
ইসমাইল চৌধুরী সম্রাটকে রোববার (৬ অক্টোবর) গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
টিআর/এজেডএস/একে