রোববার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সৌরভ দেবগ্রামের বিমল গাঙ্গুলীর ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সৌরভ উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হোস্টেলে থাকতো। রোববার রাতে বিদ্যালয়ের পাশের একটি মাঠের কাছে সৌরভের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে দৌড়ে হোস্টেলের কাছে এসে অজ্ঞান হয়ে পড়লে অন্যরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
একে