সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমিনুল একই উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন আমিরুল। পথে ছালাভরা এলাকায় পৌঁছালে যশোরমুখী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসআরএস