সোমবার (০৭ অক্টোবর) দুপুরে র্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বংশাল রোডের মকিম বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।
অভিযানে অস্ত্রসহ রাশেদ আহম্মেদ রশিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটক রশিদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমএমআই/এমএ