সোমবার (৭ অক্টোরব) দুপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার দেবহাটা থানার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম রিপন (২৮) ও একই থানার রুস্তম সরদারের ছেলে আল-আমীন (২৩)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রাইভেটকারটিও জব্দ করেছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
কেএসডি/এসআরএস