ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
মধুখালীতে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর কাছ থেকে এক হাজার ৬শ’ পিস ইয়াবা ও ৮১৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

সোমবার (৭ অক্টোরব) দুপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- সাতক্ষীরার দেবহাটা থানার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম রিপন (২৮) ও একই থানার রুস্তম সরদারের ছেলে আল-আমীন (২৩)।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রাইভেটকারটিও জব্দ করেছে র‌্যাব।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
কেএসডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।