ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘নির্বাচনে অনিয়ম করলে কারো ছাড় নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
‘নির্বাচনে অনিয়ম করলে কারো ছাড় নেই’ সভায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, যে যত শক্তিশালী হোক না কেন নির্বাচনে কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের উপজেলা অডিটরিয়ামে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে।

 

তিনি বলেন, ইভিএম এমন একটি যন্ত্র পৃথিবীর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ যন্ত্র হ্যাক করতে পারবে না। সুতরাং একজনের ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ নেই। উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগে তিনদিন ইভিএম-এ কীভাবে ভোট দিতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ-আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন ভূঁইয়া ও কবির হোসেনসহ সদর ইউনিয়নের মেম্বার প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।