নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে মাহবুবুল হক বাবলু (৫১) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (৬ অক্টোবর) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই জুয়েল জানান, বাবলু হাজীগঞ্জ বাজারে টিভি ফ্রিজ মেরামতের কাজ করতেন এবং বাজারের দোকানগুলোতে জেনারেটরের বিদ্যুত সংযোগের ব্যবসা করতেন।
জেনারেটরের বিদ্যুত ব্যবসার বিরোধে জেরে স্থানীয় সন্ত্রাসী আলম, রাকিব, খালেকসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাবলুকে এলোপাতারি পিটিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এসআই মিজানুর।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।