ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার রিজিওনাল পরিচালক খায়রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার রিজিওনাল পরিচালক খায়রুল

ঢাকা: দক্ষিণ এশিয়ায় ওয়াটারএইডের নতুন রিজিওনাল পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ড. খায়রুল ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) ওয়াটারএইডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এ পদে নিযুক্ত হওয়ার আগে ড. খায়রুল ইসলাম ১১ বছরেরও বেশি সময় ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত চার দশক ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও সরকারি সংস্থায় নানামুখী কাজের অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করেছেন তিনি।

বর্তমানে খায়রুল বাংলাদেশ কান্ট্রি অফিস থেকেই রিজিওনাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন, যা মঙ্গলবার (১ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। এছাড়া শিগগিরই তিনি পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভারতে কার্যক্রম তত্ত্বাবধান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বব্যাপী মানুষের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যকর টয়লেট ও উত্তম স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বে ২৮টি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ওয়াটারএইড।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমএএম/কেএসডি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।