মাদক চোরাকারবারি আটক। ছবি: বাংলানিউজ
ঢাকা: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জামতলা উত্তরপাড়া থেকে পাঁচ হাজার ৯০০ পিস ইয়াবাসহ রেজাউল হোসেন লিটন (১৯) নামে মাদক চোরাকারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ অক্টোবর) রাতে বিজিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জামতলা উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সদস্যরা।
অভিযানে পাঁচ হাজার ৯০০ পিস ইয়াবাসহ লিটন (১৯) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে এক হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তার বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৯
এমএমআই/এইচএডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।