সোমবার (৭ অক্টোবর) দিনভর উপজেলার চিনিরপটল এলাকার যমুনা নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়।
যমুনা নদীর দু’পাড়ের শিশু থেকে বৃদ্ধ হাজার হাজার নারী-পুরুষ ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল উপভোগ করেন।
প্রতিযোগিতায় বাংলার বাঘ প্রথম, দেওয়ান শাহ দ্বিতীয়, মায়ের দোয়া তৃতীয় ও হযরত শাহজালাল নৌকা চতুর্থ স্থান লাভ করে।
বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় প্রথম স্থান অধিকারকারীকে একটি গরু, দ্বিতীয়কে একটি ফ্রিজ, তৃতীয়কে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং চতুর্থকে একটি টিভি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এইচএডি/