ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলো বাস, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলো বাস, নিহত ২ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসটি বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিল।

আহতদেরকে ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবিএম মহিউদ্দিন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ওই পুরুষ বাসটির চালক, তবে নিহতদের নাম জানা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, হতাহতদের উদ্ধারে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।