সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসটি বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিল।
আহতদেরকে ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবিএম মহিউদ্দিন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ওই পুরুষ বাসটির চালক, তবে নিহতদের নাম জানা যায়নি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, হতাহতদের উদ্ধারে ভাঙ্গা, নগরকান্দা ও মুকসুদপুর ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছেন।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এইচএডি