সোমবার (৭ অক্টোবর) রাতে নগরের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে আরিফুল হক চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির একটি অন্যতম উৎসব।
‘সমাজে এখনও অসুর শক্তির প্রভাব বিদ্যমান থাকায় অনেকাংশে নগরের উন্নয়নে বাধার সৃষ্টি হয়। তাই এ অসুর শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ’
মেয়র বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত সিলেট। আর এ দৃষ্টান্ত যুগ যুগ থেকে সিলেটে বিদ্যমান আছে বলেই ধর্ম যার যার উৎসব সবার এ রীতিতে আমরা এগিয়ে চলছি।
পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে এসময় মেয়রকে পূজা কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।
এসময় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিটি কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, বিপ্লব কর সম্রাট, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, সিসিকের প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এনইউ/এইচএডি