মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদে ফাহাদের ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফাহাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকা থেকে মরদেহবাহী গাড়িতে করে আবরার ফাহাদের মরদেহ তার নিজ গ্রাম কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আনা হয়।
সোমবার (৭ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে আবরার ফাহাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টায় ফাহাদের মরদেহ মসজিদের সামনে আনা হয়।
আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে মঙ্গলবার সকাল ১০টায় ৩য় জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।
রোববার (০৬ অক্টোবর) দিনগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দোতলায় আবরার ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে সোমবার ওই হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এএটি