জানাজায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেশ কয়েকজন শিক্ষক অংশ নেন। চার থেকে পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে পুরো ঈদগাহ ময়দান ভরে যায়।
এদিকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা।
এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ফাহাদের মরদেহবাহী গাড়িটি কুষ্টিয়ার পিটিআই রোডস্থ বাড়িতে পৌঁছায়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে আল হেরা জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
পরে ফাহাদের মরদেহ নিয়ে আসা হয় ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়নের রায়ডাঙ্গা।
এদিকে ফাহাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন করছেন এলাকাবাসী।
এ সময় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন তারা। গত রোববার (৬ অক্টোবর) দিনগত রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফাহাদের সহপাঠীরা অভিযোগ করেছেন, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে মেরে ফেলেছেন।
ফাহাদের ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরাও জানান, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মারপিটের কারণেই তার মৃত্যু হয়েছে।
ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। ছিলেন শেরে বাংলা হলের আবাসিক ছাত্র।
এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন ফাহাদের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ বেশ কয়েকজনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ।
এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
** ফাহাদের শেষ জানাজায় মানুষের ঢল, জড়িতদের বিচার দাবি
** এটা পরিকল্পিত হত্যা, ফাহাদের বাবা
** কুষ্টিয়ায় ফাহাদের ২য় জানাজা সম্পন্ন
** ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদলের দু’দিনের কর্মসূচি ঘোষণা
** ফাহাদ হত্যা: বুয়েটের ‘অস্পষ্ট’ তদন্ত কমিটি
** ফাহাদের আইডি রিমেম্বারিং করলো ফেসবুক
** ফাহাদ হত্যা: ৪ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক
** ফাহাদ হত্যার প্রতিবাদে জবিতে মশাল মিছিল
** ফাহাদ হত্যাকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে: নওফেল
** ফাহাদ হত্যাকাণ্ড: বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিষ্কার
** ফাহাদ হত্যার ঘটনায় চকবাজার থানায় মামলা
** ফাহাদ হত্যার ঘটনায় ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
** বুয়েটছাত্র ফাহাদ হত্যা: সিসিটিভি ফুটেজে নেই মূল অপরাধীরা
** বুয়েটছাত্র ফাহাদ হত্যার সেই ভিডিও ফুটেজ
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসআরএস