ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ফিউচার অব বাংলাদেশের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে ফিউচার অব বাংলাদেশ নামে একটি সংগঠন। মানববন্ধনে ফাহাদ হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আজিজ বলেন, আমরা মধ্যযুগের কোনো অঞ্চলে বসবাস করি না।

স্বাধীন বাংলার নাগরিক আমরা। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মত ও পথের মানুষের বসবাস। এখানে সব মানুষ নিজ নিজ ধর্ম পালন করে। অথচ, সেই মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে দেশসেরা বিদ্যাপীঠের এক মেধাবীকে হত্যা করা হলো। যারা হত্যা করেছে তাদের পশুর সঙ্গেও তুলনা চলে না। আমরা জঘন্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি সব অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে ফিউচার অব বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন টোয়েল, সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল, রেজাউল হোসেন অনিল, যুগ্ম সাধারণ সম্পাদক কে জি সেলিম, ফয়সাল প্রধান, অভি, জুয়েল, তানভীর, শুকুরসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
ইএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।