মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করার হয়।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সকালে ধানক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসআরএস