বিজয় দশমী উপলক্ষে সকাল থেকেই পূজামণ্ডপে মণ্ডপে দেবীদুর্গার কপালে সিঁদুর পড়িয়ে শুরু হয় নারীদের সিঁদুর খেলার উৎসব। মণ্ডপগুলোতে তরুণী আর গৃহবধূরা একে অপরকে সিঁদুর দিয়ে এ উৎসবে মেতে উঠেন।
এদিকে সিঁদুর খেলার সঙ্গে হিড়িক পড়ে গেছে প্রতিমা দেখার ধুমও। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। মণ্ডপে আসার পরে দেবীকে সিঁদুর পড়িয়ে দেওয়ার পরে নারীরা সিঁদুর খেলা শুরু করেন।
বনানী পূজামণ্ডপে এসেছেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, ফেরদৌসি মজুমদার, ত্রপা মজুমদারসহ অনেক বিদেশি। সবাই এখানে স্বামীর দীর্ঘায়ু কামনা করছেন।
সংশ্লিষ্টদের ভাষ্য দীর্ঘদিনের রীতি মেনে বাঙালি সনাতন নারীরা মণ্ডপে সিঁদুর খেলতে এসেছেন। এক সময় আলাদা করে দেবীপূজা করার প্রচলন ছিল না। সাজে গড়া দেবীর সামনে মঙ্গল ঘট স্থাপন করে পূজা করা হতো। আলাদাভাবে বিসর্জন ও বরণ করার সুযোগ না থাকায় আগের ভাগেই নারীরা সিঁদুর খেলা সেরে নিতেন। সেই থেকে এখনো চলছে সিঁদুর খেলার রীতি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসই/এএটি