ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বনানী পূজামণ্ডপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
বনানী পূজামণ্ডপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়

ঢাকা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বনানী পূজামণ্ডপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫ বছর থেকে ১৪ বছর বয়সী প্রায় একশ শিশু-কিশোর অংশ নেয়।  

এসব প্রতিযোগীদের আঁকা বিভিন্ন ছবি থেকে ৬ থেকে ৯ বছর বয়সী তিন জন এবং ১০ থেকে ১৪ বছর বয়সী তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয় 
                                       
৬ থেকে ৯ বছর পর্যন্ত অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম হয়েছে আসিক সেন, দ্বিতীয় প্রজাপতি ও তৃতীয় হয়েছে অধরা রায়।

১০ থেকে ১৪ বছর পর্যন্ত প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছে স্বতন্ত্র মনি, দ্বিতীয় কৃষ্ণ রায় ও তৃতীয় হয়েছে প্রজ্ঞা দত্ত।  

বিচারকের দায়িত্ব পালন করেছেন চিত্রশিল্পী নাজিব তারেক, জাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রশিল্পী সমরজিত রায় চৌধুরী।  

প্রতিযোগীদের সবাইকে ক্রেস্ট এবং দুটি গ্রুপের প্রথম স্থান অর্জনকারী দুজনকে দুটি সাইকেল উপহার দেওয়া হয়।    

অনুষ্ঠানে শুরুর দিকে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিক্সন, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, উন্নয়ন কর্মী নবনীতা চৌধুরী প্রমুখ।  

পূজা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সুবিদ কুমার দে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি ভবিষ্যতে অনেক বড় চিত্রশিল্পী হতে অনুপ্রেরণা দেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।