ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডু‌বির ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

নিখোঁজ জেলেরা হলেন-পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা তেররশিয়া এলাকার শাহাবুদ্দিন (৪৭) ও তার ছেলে আব্দুল্লাহ (৬)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

 

নিখোঁজ শাহাবুদ্দিনের চাচাতো ভাই জুয়েল বাংলানিউজকে জানান, সকালে পদ্মায় মাছ ধরার সময় প্রবল ঢেউয়ে শাহাবুদ্দিনের নৌকাটি উল্টে যায়। এসময় শাহাবুদ্দিন ও তার ছেলে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারে অন্যান্য জেলেরা এগিয়ে আসেন। কিন্তু তল্লাশি চালিয়ে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। এরই মধ্যে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানান, পদ্মায় নৌকাডুবিতে দুইজন নিখোঁজ হওয়া কথা শুনেছি। তবে বিস্তারিত বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
কেএসডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।