মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী শ্রীপুর উপজেলার বাপ্তা এলাকার বাসিন্দা।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা-ময়মনসিংহগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসআই মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএস/আরআইএস/