মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গার সর্বস্তরের জনগণ।
দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ফাহাদের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা।
এর আগে ১১টার দিকে কুষ্টিয়া জেলা শাখার ব্যানারে রায়ডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ করে ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র নেতাকর্মীরা।
এদিকে আবরার ফাহাদের শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের বেলা ১১টায় মানবন্ধন ও বিক্ষোভ করার কথা থাকলেও পুলিশের নিষেধাজ্ঞায় তারা কর্মসূচি পালন করেনি বলে জানা গেছে।
অপরদিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ