ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির রুবী জুবিলি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির রুবী জুবিলি উৎসব

ঢাকা: ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রুবী জুবিলি উৎসব’ পালন করেছে দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে দিনব্যাপী এ উৎসব শুরু হয়।  

সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের সংসদীয় দায়িত্বপ্রাপ্ত কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও ও বিশপ থিওটোনিয়াস গোমেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। এছাড়া সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. লুৎফুর রহমান, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ প্রমুখ।

অনুষ্ঠানে খ্রিস্টান সমাজের মুক্তিযোদ্ধা, বিসিএস ক্যাডারসহ ১৬টি সেক্টরে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।  

বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন বিদ্যা সিনহা মিম, কনক চাঁপা, অনিমা মুক্তি গমেজ, প্রিয়াঙ্কা র্যাচেল, শিপ্রা প্যাবিশ ও মৌসহ অনেক খ্যাতনামা শিল্পী।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
টিএম/কেএসডি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।