ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যার বিচার দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফাহাদ হত্যার বিচার দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ  বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত শিগগিরই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।