ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মত প্রকাশের জন্য পিটুনীতে মৃত্যু গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
মত প্রকাশের জন্য পিটুনীতে মৃত্যু গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর

ঢাকা: মত প্রকাশের জন্য পিটুনীতে মৃত্যু গণতন্ত্রের জন্য ভয়ংকর বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত ‘দীপশিখা’ স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

ঢাকার গুলবাগে স্থাপিত দীপশিখা স্কুলটি প্রতিষ্ঠা করেন বেগম সুফিয়া কামাল ও সাবেক জাতীয় অধ্যাপক সুলতানা সরওয়াত জামান।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, শিশুদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা অবারিত করতে হবে। শিশুকাল থেকেই তাদের সহিষ্ণুতা ও উদারতার শিক্ষা দিতে হবে যেন তারা অন্যের মতকে সম্মান করতে শিখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য লুৎফুন নেসা খান বিউটি। তিনি বলেন, শিশুদের সুস্থ মানসিকতা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ। তাদের জন্য প্রতিটি এলাকায় খেলার মাঠ রাখা প্রয়োজন।

এসময়, বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বাচ্চারা ‘ভালবাসার আলো’ নামে একটি ছোট নাটিকা প্রদর্শন করে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
কেএসডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।