ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেট আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে মোমেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
সিলেট আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে মোমেন

সিলেট: সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দিতে প্রায় সাড়ে ২১ কোটি টাকা ব্যয়ে আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সিলেটে পৌঁছেই তিনি আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শনে যান। পরিদর্শনে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ জেলা ও মহানগরের নেতা, ক্রীড়া সংস্থা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি আউটার স্টেডিয়াম পরিদর্শনে যান।

সিলেটে অবস্থানকালীন সময়ে ড. মোমেন নিজের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন, বিকেল ৪টায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগদান এবং রাত ৮টায় সিলেট চেম্বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।