ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফাহাদ হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ ফাহাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদকে হত্যার বিচার দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখা। সংগঠনের সভাপতি নবীন আহম্মেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সংগঠক মো. জাবেদ, রাইদুল ইসলাম সাকিব, সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার আহবায়ক অ্যাডভোকেট এক আজাদ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষক কাওসার হোসেন পলাশ।

বক্তরা বলেন, উপকূলে নজরদারি, ফেনী নদীর পানিবণ্টন ও গ্যাস রপ্তানিতে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর অসম চুক্তির বিরুদ্ধেই লিখেছিল আবরার ফাহাদ। এমন চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি, এটা সহজেই অনুমেয়। সরকার চাচ্ছে বাকস্বাধীনতা রুদ্ধ করতে, যার প্রমাণ ফাহাদ।  

এসময় বক্তরা খুনিদের দৃষ্টামূলক শাস্তিসহ অসম চুক্তি বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দুপুর ১২ টায় আবরার ফাহাদকে হত্যার বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সভাপতি শন্তু মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক সাগর, সাংগঠনিক সম্পাদক নীলিমা জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহবায়ক হাসিবুল ইসলাম, সদস্য তরিকুল, সরকারি বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানিয়ে বলেন, নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের হাতে বুয়েটছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যার শুধু বিচার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি, ছাত্র নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রভোস্টদের পদ্যতাগের দাবি জানাই।

এর আগে, ফাহাদ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বের হয়ে মিছিল নিয়ে ভোলা-পটুয়াখালী সড়ক প্রদক্ষিণ করে ফের প্রধান সড়কের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।