ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মাদকবিক্রেতার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
গৌরনদীতে মাদকবিক্রেতার মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলা থেকে শামীম হাওলাদার (২৮) নামে এক মাদকবিক্রেতার ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার সুন্দরদী গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শামীম ওই গ্রামের মোকলেস হাওলাদারের ছেলে ও গৌরনদী মডেল থানার একাধিক মাদক মামলার আসামি এবং তালিকাভুক্ত মাদকবিক্রেতা।

 

স্থানীয়রা জানায়, রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সুন্দরদী মহল্লার মুন্সী বাড়ির পুকুরের কাছে বসে মাদকবিক্রির সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে শামীম ও তার সহযোগী দৌড়ে পালানোর সময় শামীম মুন্সী বাড়ির পুকুরে ঝাঁপ দেন।

এদিকে, শামীমের মা খাদিজা বেগমের দাবি পুলিশের ধাওয়া খেয়ে তার ছেলে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা শামীমের মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

এ ব্যাপারে শামীমের ছোট ভাই শফিকুল ইসলাম সাকিব বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সরোয়ার।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।