মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মণি একই গ্রামের খালেক খানের মেয়ে।
শিশুটির পরিবার জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মণির নিথর দেয় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে মণির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যু কারণ জেনে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোরব ০৮, ২০১৯
এসআরএস