ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় স্টিল মিলে চুল্লি বিস্ফোরণ, দগ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফতুল্লায় স্টিল মিলে চুল্লি বিস্ফোরণ, দগ্ধ ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লির বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় অবস্থিত ‘নিউ ঢাকা মর্নিং স্টিল মিলে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- হাবিব, আব্দুর রহিম ও সোহাগ।

কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চুল্লির সামনে ময়লা জমলে তা পরিস্কার করতে হয়। কিন্তু শ্রমিকরা তা পরিস্কার না করেই কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

কারখানার মালিকপক্ষ থেকে সার্বিকভাবে দগ্ধদের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান জহিরুল ইসলাম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, দগ্ধ তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক। তাদের মধ্যে হাবিবের ৭০ শতাংশ, আব্দুর রহিমের ৯৫ শতাংশ ও সোহাগের ৮০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।