ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুখে কালো কাপড় বেঁধে ফাহাদ হত্যার প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
মুখে কালো কাপড় বেঁধে ফাহাদ হত্যার প্রতিবাদ

ময়মনসিংহ: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র জোটসহ কয়েকটি সংগঠন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। এতে প্রগতিশীল ছাত্রজোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত সুজন, মহানগর সাধারণ সম্পাদক কবি আলি ইউসুফ, ছাত্র ইউনিয়নের সভাপতি আসজাদুল বোরহান তাহাসিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন শুভ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল আমিন রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
একে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।