সোমবার (০৭ অক্টোবর) দিনগত রাত পৌনে ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোপেনহেগেনের উদ্দেশ্যে রওনা দেন মেয়র আতিক। সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের।
সি-ফরটি পৃথিবীর ৯৪টি মেগাসিটির একটি সংগঠন। মূলত জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে সি-ফরটি কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ সম্মেলনটি চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে বিভিন্ন শহর থেকে যোগ দেওয়া মেয়ররা তাদের নিজ-নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়, যে সব ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা তুলে ধরবেন। বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী ও জলবায়ু কর্মীসহ আরো অনেকে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএইচএস/এফএম/জেডএস