মঙ্গলবার (৮ অক্টোবর) ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে গোবিন্দ তার কয়েক বন্ধুর সঙ্গে মদ্যপান করেন।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, খবর পেয়ে গোবিন্দ চন্দ্রের মরদেহ থানায় আনা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, মরদেহ ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে। তদন্ত ও ময়না-তদন্ত প্রতিবেদন অনুসারে মৃত্যুর জন্য কাউকে দায়ী পাওয়া গেলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ