তার নাম শামসুল আরেফিন রাফাত (২১)। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৭তম ব্যাচের ছাত্র।
মঙ্গলবার (০৮ অক্টোবর) এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান উল্লেখ করেন, বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার (০৭ অক্টোবর) ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ নিয়ে বুয়েট ছাত্র ফাহাদ হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এজেডএস/জেডএস