ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সিসিকের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রীর সহযোগিতা চাইলেন আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
সিসিকের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রীর সহযোগিতা চাইলেন আরিফ

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উন্নয়নে ফের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সহযোগিতা চাইলেন মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সিলেট নগরের বিভিন্ন উন্নয়নকাজ আবুল মাল আবদুল মুহিতকে ঘুরে দেখান মেয়র আরিফ।

এসময় উন্নয়ন কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করে সাবেক অর্থমন্ত্রী নগর উন্নয়ন কাজের অংশ রাস্তা সম্প্রসারণে অর্থ ছাড়ে মেয়র আরিফকে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, নগর উন্নয়ন কাজে সাবেক অর্থমন্ত্রীর পরামর্শ নিতে তাকে চলমান কাজ ঘুরে দেখিয়েছি। রাস্তা সম্প্রসারণে আরও অর্থ প্রয়োজন। এ ক্ষেত্রে সাবেক অর্থমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তিনি এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

সিসিক মেয়র বলেন, নগরের জিন্দাবাজার থেকে চৌহাট্টা রাস্তা সম্প্রসারণের পাশাপাশি শহীদ মিনারের সীমানা প্রাচীরের সৌন্দর্য বর্ধন করা হবে। একইসঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানের সীমানা প্রাচীরের সৌন্দর্য বৃদ্ধি করে তা খুলে দেওয়া হবে।

সারা বছর বুদ্ধিজীবীদের কবরস্থানে তালা লাগানো থাকে। সীমানা প্রাচীর সংস্কারের পর আগামী প্রজন্ম যাতে দেখতে পারে, এ জন্য তালা খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।