মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে সাভারের হরিণধারা এলাকায় চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে এক সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, লেদার ওয়ারর্কিং গ্রুপ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
সালমান এফ রহমান বলেন, আমাদের সিইটিপির কাজ শেষ করতে অনেক দেরি হয়েছে। এর কাজ আরও আগেই শেষ করার কথা ছিল। কিন্তু তা এখনো শেষ হয়ে ওঠেনি। বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছিলাম। আজকে সেই বিষয়টি দেখার জন্য ট্যানারি পরিদর্শনে এসেছি। এছাড়াও আমরা যেভাবে চেয়েছিলাম, ট্যানারি শিল্পের কাজ ঠিক সেই ভাবেই হচ্ছে।
এসময় তিনি সলিড ওয়েস্ট বিষয়ে বলেন, হাজারীবাগে ট্যানারি থাকার সময় সলিড ওয়েস্ট নিয়ে কোনো সমস্যা ছিল না। এটি বাই প্রোডাক্ট। যারা বাই প্রোডাক্ট করে তাদের জন্য ট্যানারিতে কোনো জায়গা না রাখায় সলিড ওয়েস্ট বেড়ে যাচ্ছে। এর জন্য ট্যানারিতে জায়গা দিয়ে বিষয়টি খুব শিগগির সমাধান করা হবে বলেও তিনি জানান।
এছাড়াও চামড়া শিল্প নগরীসহ অন্যান্য সেক্টর পোশাক কারখানার মতো বন্ডের সুবিধার আওতায় আনা হবে বলেও জানান। সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহবুব হুমায়ুন ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ