মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। রেহেনা উপজেলার বালিহারী গ্রামের আবুল কালাম শেখের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব বাংলানিউজকে বলেন, ওই নারী ও তার ছেলে বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে মাদক বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই নারী মাদকবিক্রেতার ছেলে মিঠুন শেখ পালিয়ে যায়। এসময় ওই নারীর হাতে আড়াই হাজার পিস ইয়াবা ও ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। রেহেনা ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করছিল। তারা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
আরএ