মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এতদিন ট্রেন পেছনের দিকে চললেও এখন আমরা সামনের দিকে চলতে শুরু করেছি।
তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে যাত্রীবাহী নতুন ২শ’ কোচ আমরা আমদানি করছি। এরমধ্যে প্রথম চালানে ৫০টির মতো কোচ আমরা পেয়েছি। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম চালান থেকে তিনটি ট্রেন রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে চালু করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, লালমনিরহাট ও রংপুরে যে দু’টি এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। এ দু’টি ট্রেনের যাত্রীদের অভিযোগ, এগুলো পুরাতন ও যাত্রীদের চাহিদা মতো তাল মিলিয়ে সার্ভিস দিতে পারে না। এ কারণে ট্রেন দু’টির স্থলে নতুন যাত্রীবাহী কোচ ট্রেন দেওয়া হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক জিএম হারুন-অর-রশিদ, রংপুর অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক শফিকুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এফইএস/আরআইএস/